এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয়
প্রিয় পাঠক আপনি কি এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় এই ব্যাপারে জানতে চাচ্ছেন তাহলে সঠিক জায়গায় এসেছেন , শুরু হয়ে গেছে এশিয়ার বিশ্বকাপ খ্যাত ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ , আজ আমরা আলোচনা করতে চলেছি এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে , সুতরাং আপনি যদি না জেনে থাকেনএশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় কোথায় এই বিষয়গুলো সম্বন্ধে , তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য
এশিয়ার বিশ্বকাপ বলে পরিচিত এই ক্রিকেট টুর্নামেন্টটি এবার ওয়ানডে ফরমেটে হতে যাচ্ছে , ২০২৩ সালের এশিয়া কাপ টি আগস্ট মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে ,এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় এই বিষয়গুলি সম্বন্ধে আজকে আমরা জানবো , প্রথমেই সূচিপত্রে আমরা বেশ কিছু প্রশ্নের মধ্যে যেটি আপনি পড়তে চান সেটা ক্লিক করলেই সরাসরি আপনার স্ক্রিনের সামনে উত্তরটি দেখতে পাবেন ।
পোস্ট সূচিপত্রঃ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয়
ভূমিকা
প্রিয় বন্ধুগণ আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় ইত্যাদি বিষয়গুলো , এশিয়া কাপকে ঘিরে আমরা বাঙ্গালীদের উন্মাদনার শেষ থাকেনা , অনেক আশা এবং প্রত্যাশা জড়িয়ে থাকে এশিয়া কাপে ঘিরে , কারণ এই এশিয়া কাপ ফাইনাল থেকে আমাদের বাংলাদেশ দলকে দুইবার খালি হাতে ফিরতে হয়েছে , তারপর থেকে এশিয়া কাপকে ঘিরে বাঙ্গালীদের প্রত্যাশা দ্বিগুণ হয়ে গেছে .
আজ আমরা আলোচনা করতে চলেছি এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় , এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে , আপনি যদি না জেনে থাকেন উপরোক্ত বিষয় গুলি সম্বন্ধে তাহলে আজকের পোস্টটি না টেনে মনোযোগ সহকারে পড়ুন , চলুন তাহলে জেনে নেওয়া যায় এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ভেন্যু ইত্যাদি বিষয়গুলো ।
প্রিয় বন্ধুগণ এই পোস্ট টি লিখেছেন জনপ্রিয় ব্লগার G Tek BD
এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ভেন্যু
প্রিয় পাঠক এশিয়া মহাদেশের বিশ্বকাপ হিসেবে পরিচিত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়ে গেছে , ২০২৩ সালের ৩০ শে আগস্ট পাকিস্তান বনাম নেপাল এর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে , পাকিস্তানে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ , এবং বাকি পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় ।
নিচে দেওয়া হল এশিয়া কাপ ২০২৩ সময়সূচি এর তালিকা
গ্রুপ ১ < ভারত , পাকিস্তান , নেপাল
গ্রুপ ২ < বাংলাদেশ , শ্রীলংকা , আফগানিস্তান
গ্রুপ পর্ব , দ্বিতীয় রাউন্ড , ফাইনাল
এশিয়া কাপ কত সালে চালু হয়
এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এশিয়া কাপ , এবারের এশিয়া কাপ টি অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডে ফরমেটে। এশিয়া কাপ হচ্ছে ছেলেদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ১৯৮৩ সালে এটি চালু হয় , এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বিশ্বব্যাপী পরিচিতি এবং সুনাম অর্জনের লক্ষ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্টটি প্রতিষ্ঠা করে , এই টুর্নামেন্টটি প্রত্যেক দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় ।
১৯৮৪ সালে এই টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে , এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটি পাকিস্তান বনাম শ্রীলংকার সাথে হয়েছিল , এবং এশিয়া কাপের প্রথম টুর্নামেন্টে জিতে নেয় ভারত। দ্বিতীয় অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায় ভারত সেই টুর্নামেন্ট বর্জন করেছিল , প্রথমবারের মতো সেই টুর্নামেন্ট এ যোগ দিয়েছিল বাংলাদেশ , দ্বিতীয় আসর টির বিজয়ী হয় শ্রীলংকা ।
এশিয়া কাপ ২০২৩ স্কোয়াড
শুরু হয়ে গেছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ ২০২৩ , আগস্ট মাসের ৩০ তারিখ পাকিস্তান বনাম নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্টটি ,
নিচে এশিয়া কাপ ২০২৩ স্কোয়াড প্রত্যেকটি দলের দেওয়া হল
বাংলাদেশ স্কোয়াড
শাকিব আল হাসান [ অধিনায়ক] , লিটন কুমার দাস [ সহকারী অধিনায়ক] , মুশফিকুর রহিম , আফিফ হোসেন ধ্রুব , তাসকিন আহমেদ , তৌহিদ হৃদয় , নাজমুল হোসেন শান্ত , মেহেদী হাসান মিরাজ , মাহমুদুল হাসান , মোস্তাফিজুর রহমান , এবাদত হোসেন চৌধুরী , শরিফুল ইসলাম , মাসুম আহমেদ , শামীম হোসেন পাটোয়ারী , আবুল ইসলাম , নাঈম শেখ , তানজিদ আহসান তামিম
আরো পড়ুনঃ কে সেরা মেসি নাকি রোনালদো
ভারত স্কোয়াড
রোহিত শর্মা [ অধিনায়ক ] , বিরাট কোহলি , শ্রেয়াস আইয়ার , কে এল রাহুল, সানজু স্যামসাং , শুভমন গিল , ঈশান কিশান , হার্দিক পান্ডিয়া , রবীন্দ্র জাদেজা , অক্ষর প্যাটেল , জুজবেন্দ্র চাহাল , কুলদীপ যাদব , জাসপ্রিত ভুমরা , মোহাম্মদ শামী , মোহাম্মদ সিরাজ
পাকিস্তান স্কোয়াড
বাবর আজম [ অধিনায়ক ] , মোঃ রিজওয়ান , আব্দুল্লাহ শফিক , ফখর জামান , ইমামুল হক , সালমান আলী , ইফতেখার আহমেদ , তৈয়ব তাহির , শাকিল , মোহাম্মদ হারিস , শাদাব খান , মোহাম্মদ নওয়াজ , উসামা মীর , ফাহিম আশরাফ , হারিস রউফ , মোহাম্মদ ওয়াসিম , নাসিম শাহ , শাহিন শাহ আফ্রিদি
শ্রীলংকা স্কোয়াড
দাসুন শানাকা [ অধিনায়ক ] , পাথুম নিশানাকা , দ্বিমু্থ করুনার , কুশল পেরেরা , কুসল মেন্ডিস , চরিত আশা লঙ্কা , শাদিরা সামরাবি ক্রমা, ধনঞ্জয় ডিশিলভা , দাশুন হেমন্ত , দুনিথ অয়েল্লালাগে , মহেশথিক্সানা , প্রমোদ মাদুসান , কাসন রাজিতা , বিনোরা ফার্নান্ডো , মাথিসা পাথিরানা
আফগানিস্তান স্কোয়াড
হাসমত উল্লাহ শাহীদী [ অধিনায়ক ] রহমানুল্লা গুরবাজ , ইব্রাহিম জাদরান , রিয়াজ হাসান , রহমত শাহ , নাজিবুল্লাহ জাদরান , মোঃ নবী , ইকরাম আলী খিল , রশিদ খান , গুলবাতির নায়েব , করিম জানাত , আব্দুল রহমান , শরফুদ্দিন আশরাফ , মুজিবুর রহমান , নূর আহমেদ , সুলেমান শাফি , ফজল হক ফারুকী
নেপাল স্কোয়াড
রোহিত পাউডেল [ অধিনায়ক ], কুশল ভুটেল , অসীম শেখ , ভীম সরকি , কুশল মাল্লা , আরিফ শেখ , দীপেন্দ্র সিং আইরি , গুলশান ঝা , সোমপাল কামি , করণ কেসি , সন্দ্বীপ লামিছানে , ললিত রাজবংশী , প্রতিষ যীশী , মৌসম ধাকাল , সন্দীপ জোড়া , কিশোর মাহাতো , অর্জুন শোদ
এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা
নিচে দেওয়া হল এশিয়া কাপের প্রত্যেক আসরের চ্যাম্পিয়ন এর তালিকা ।
১৯৮৪ < ভারত
১৯৮৬ < শ্রীলংকা
১৯৮৮ > ভারত
১৯৯০-৯১ < ভারত
১৯৯৫ > ভারত
১৯৯৭ < শ্রীলংকা
২০০০ < পাকিস্তান
২০০৪ < শ্রীলংকা
২০০৮ < শ্রীলংকা
২০১০ < ভারত
২০১২ < পাকিস্তান
২০১৪ < শ্রীলংকা
২০১৬ < ভারত
২০১৮ < ভারত
২০২২ < শ্রীলংকা
বাংলাদেশ এশিয়া কাপ কতবার জিতেছে
আমাদের বাঙালির উন্মাদনা বলুন ভালোবাসা বলুন আর যাই বলুন না কেন সবটুকুই ওই ক্রিকেটকে ঘিরে , বাঙালির প্রাণের খেলা ক্রিকেট , বাংলাদেশ দল যেমন ই খেলুক না কেন , এশিয়া কাপ টুর্নামেন্টের সময় বাঙালিদের প্রত্যাশা থাকে আকাশচুম্বি , থাকবে বা না কেন বাংলাদেশ ক্রিকেট দল ৩ বার এশিয়া কাপের খুব কাছে গিয়েও ঘুরে এসেছে ,
অনেক ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে গোটা ক্রিকেট বিশ্ব যেটার সাক্ষী , প্রথমবার ২০১২ সালে ফাইনালে গিয়েও মাত্র এক রানের জন্য পাকিস্তান এর কাছে পরাজয় , দ্বিতীয়বার ২০১৬ সালে ভারত এর বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ফাইনাল হার , তৃতীয়বার ২০১৮ সালে আবারো সেই ভারতের কাছে বাংলাদেশের পরাজয় ফাইনালে গিয়ে ।
লেখক এর মতামত
প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি এশিয়া মহাদেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা , বিশেষ করে ক্রিকেটকে ঘিরে আমাদের বাঙালির উন্মাদনার শেষ নেই , আর সেটা যদি হয় এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট তাহলে তো কথাই নাই , আজ আমরা উপরের আর্টিকেলটিতে এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় , ইত্যাদি আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি ,
আপনি যদি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ সম্বন্ধে কিছুই না জেনে থাকেন , তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন আশা করছি এশিয়া কাপ সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন নিয়মিত এরকম পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ