আইফোনে সেভ করা পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাব এবং পরিবর্তন করব

প্রিয় বন্ধুগণ আপনি কি আইফোনে সেভ করা পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাব এবং পরিবর্তন করব এই বিষয়টি সম্বন্ধে জানতে চাচ্ছেন , তাহলে সঠিক জায়গায় এসেছেন , আজ আমরা আলোচনা করতে চলেছি আইফোনে সেভ করা পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাব এবং পরিবর্তন করব ইত্যাদি আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে , আপনি যদি না জেনে থাকেন আইফোনে সেভ করা পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাব এবং পরিবর্তন করব এই ব্যাপারগুলো সম্বন্ধে তাহলে আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন
আইফোনে সেভ করা পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাব এবং পরিবর্তন করব
প্রথমেই আপনি সূচিপত্র দেখতে পাবেন সেইখানে আইফোনে সেভ করা পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাব এবং পরিবর্তন করব , আইফোনে পুরনো পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব , আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে , আপনি আপনার পছন্দের প্রশ্ন ক্লিক করলেই কাঙ্খিত উত্তরটি আপনার স্ক্রিনের সামনেই পেয়ে যাবেন ।

সূচিপত্র ঃ আইফোনে সেভ করা পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাব এবং পরিবর্তন করব

ভূমিকা

বর্তমান  বিশ্বে মোটামুটি সব কিছুই ডিজিটাল হয়ে গেছে , এবং বর্তমানে প্রায় সকলের কাছেই বিভিন্ন সোশ্যাল একাউন্ট এবং সেগুলির পাসওয়ার্ড থাকা সাধারণ ব্যাপার , এবং সব গুলো পাসওয়ার্ড মনে রাখা অত্যন্ত কঠিন ব্যাপার , অ্যাপল অত্যন্ত সহজ একটি ফিচার যুক্ত করেছে যেটি আপনার পাসওয়ার্ড গুলো সেভ বা সংরক্ষণ করে রাখতে পারবে , 

আপনি যখন যে কোন ওয়েবসাইটে লগইন করবেন , তখন এটি আপনাকে ইনফর্ম করবে আপনি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চান কিনা সেই ব্যাপারে , সব পাসওয়ার্ড গুলো আইক্লাউড কিচেনে সংরক্ষিত রাখা থাকবে , আজ আমরা আপনাদের জানাবো আইফোনে  সেভ করা পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাব এবং পরিবর্তন করব , চলুন তাহলে জেনে নেওয়া যাক

আইফোনে সেভ করা পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাব এবং পরিবর্তন করব

আইফোনে  সেভ করা পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাব

প্রথমেই আপনি আপনার আই ক্লাউডে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন , এরপর নিচের যে কোন পদ্ধতি ব্যবহার করে আপনি সেভ করা পাসওয়ার্ড খুঁজে পাবেন।

আরো পড়ুন ঃ ফেসবুক থেকে কিভাবে আয় করা যায়

  • প্রথমে আপনি আইফোনের সেটিংস এ প্রবেশ করুন
  • এরপর একটু নিচে passwords লেখায় প্রবেশ করুন
  • এবার আনলক করতে আপনার touch id ,face id ,passcode ব্যবহার করুন
  • এইখানে আপনি আপনার আইফোনে সেভ করা পাসওয়ার্ড গুলো আলফাবেটিক্যাল বা ছোট আকারে সাজানো দেখতে পাবেন
  • এইবার আপনি যে একাউন্টের পাসওয়ার্ড দেখতে চান সেটিতে চাপ দিন , বা খুঁজতে উপরে সার্চ বার ব্যবহার করুন
  • আপনি যদি অনেকগুলো বা একাধিক অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনি একটি নিরাপত্তা জনিত pop up দেখতে পাবেন
  • এরপর আপনি সেভ করা পাসওয়ার্ড দেখতে ওইখানে চাপ দিন

আইফোনে পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব

এখন আমরা জানবো আইফোনে পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব এই ব্যাপারে , নিচে সবকিছু একের পর এক বিস্তারিত আলোচনা করা হলো

আপনি যখন কোন ওয়েবসাইটে লগইন করবেন তখন আপনাকে আইক্লাউড একাউন্ট পাসওয়ার্ড ব্যবহার করতে হবে , যদি আপনি কোন ওয়েবসাইটে লগইন না করে থাকেন , তাহলে নিচের  প্রক্রিয়াগুলোর মাধ্যমে আপনার আইফোনে ম্যানুয়ালি পাসওয়ার্ড সেভ করতে পারবেন

আরো পড়ুন ঃ একই ফোনে দুটি whatsapp অ্যাকাউন্ট যেভাবে ইউজ করবেন

  • প্রথমে আপনি সেটিংস এ প্রবেশ করুন , এরপর passwords  প্রবেশ করুন অতঃপর আপনার টাচ আইডি , ফেস আইডি , পাস কোর্ড দিয়ে আনলক করুন
  • এরপর উপরের ডানদিকে " প্লাস আইকনে " চাপ দিন
  • এরপর ওয়েবসাইট এবং ব্যবহারকারীর নাম লিখুন , এরপর IOS আপনার জন্য একটি পাসওয়ার্ড তৈরি করে দিবে
  • আপনি নিজের পাসওয়ার্ড দিতে চাইলে , পাশে ক্লিক করে সেই পাসওয়ার্ডটি মুছে আপনার পাসওয়ার্ড বসিয়ে দিন
  • এরপর আপনি সবকিছু ঠিকমতো পূরণ করে done বাটনে চাপ দিন

আইফোনের পুরনো পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবো

  • সেটিংসের প্রবেশ করুন , এরপর passwords প্রবেশ করুন , এরপর আপনি যে একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান সেটিতে চাপ দিন
  • এরপর উপরে ডান দিকে থাকা edit বাটনে ক্লিক করুন , আপনি আপনার বর্তমান পাসওয়ার্ডটি দেখতে পাবেন
  • এরপর আপনি  account option এ গিয়ে আপনার নতুন পাসওয়ার্ড টাইপ করুন এরপর done এ ক্লিক করুন

আই ফোনের পাসওয়ার্ড কিভাবে ডিলিট করবেন

  • প্রথমে আপনি সেটিংসে প্রবেশ করুন , এবং passwords ঢুকে সেটি আনলক করুন
  • এরপর আপনি যেই ওয়েবসাইটটির  বা অ্যাপ এর পাসওয়ার্ড ডিলিট করতে চান সেটিতে প্রবেশ করুন
  • এরপর নিচে delet passwords এ চাপ দিন
  • অথবা আপনি যেই একাউন্টের পাসওয়ার্ড ডিলিট করতে চান সেটি বাম দিকে শোয়াইব করুন delet passwords এ চাপ দিন

ডিলিট করা পাসওয়ার্ড কিভাবে পুনরুদ্ধার করবেন

IOS এর সর্বশেষ আপডেট এ অ্যাপল ব্যবহারকারীদের জন্য আইফোনে ডিলিট করে ফেলা পাসওয়ার্ড পুনরুদ্ধারের সুবিধা দিয়েছে , সুতরাং আপনি যদি ভুলবশত কোন পাসওয়ার্ড ডিলিট করে থাকেন , তাহলে সেই ডিলিট করা পাসওয়ার্ডটি স্থায়ীভাবে ডিলিট হওয়ার আগে ৩০ দিন আপনার ডিভাইসে থাকবে ,

আরো পড়ুনঃ ওয়েব ডিজাইনের জন্য ল্যাপটপ নাকি পিসি কোনটা ভালো হবে

আপনার সেভ করা পাসওয়ার্ড গুলো অন্য ডিভাইসে কিভাবে সিঙ্ক করবেন

  • প্রথমেই আপনি সেটিংস এ প্রবেশ করুন এবং your name এ চাপ দিন
  • এরপর আপনি icloud এ প্রবেশ করুন তারপর passwords and keychain অপশন এ চাপ দিন
  • এরপর sync this iphone টগল টি চালু করুন
  • সবশেষ আপনার icloud keychain এ সেভ করা সমস্ত পাসওয়ার্ড আপনার সাইনআপ কৃত অন্য আইফোন ডিভাইস গুলিতে সিঙ্ক হয়ে যাবে

লেখকের মতামত

আজ আমরা উপরে আর্টিকেলটি পড়ে জানতে পারলাম আইফোনে সেভ করা পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাব এবং পরিবর্তন করব , আই ফোনে পুরনো পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন , আইফোনের  পাসওয়ার্ড কিভাবে ডিলিট করবেন , ডিলিট করা পাসওয়ার্ড কিভাবে পুনরুদ্ধার করবেন , আপনার সেভ করা পাসওয়ার্ড গুলো অন্য ডিভাইসে কিভাবে সিঙ্ক করবেন ইত্যাদি বিষয়গুলো , 

আপনি যদি বিষয়গুলো সম্বন্ধে না জেনে থাকেন , তাহলে এক্ষুনি উপরের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন , এরকম তথ্যবহুল পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url