অনলাইনে জমির রেকর্ড যাচাই - বি আর এস খতিয়ান যাচাই
বর্তমান
অনলাইন
যুগে খুব সহজেই আপনি চাইলেই এক মিনিটের মধ্যেই অনলাইনে জমির রেকর্ড
যাচাই - বি আর এস খতিয়ান যাচাই , এবং জমি সংক্রান্ত সকল তথ্য আপনি জাতীয় ভূমি
তথ্য ও সেবা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন , প্রিয় পাঠক আজ আমরা
আলোচনা করব অনলাইনে জমির রেকর্ড যাচাই - বি আর এস খতিয়ান যাচাই
ইত্যাদি বিষয়গুলো সম্বন্ধে , চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া
যাক অনলাইনে জমির রেকর্ড যাচাই - বি আর এস খতিয়ান
যাচাই এবং জমির খতিয়ান যাচাই কিভাবে করব এই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত ।
বাংলাদেশের সব ধরনের জমির রেকর্ড আপনি খুব সহজেই জাতীয় ভূমি ও তথ্য
সেবা ওয়েবসাইটে পেয়ে যাবেন , আজকে আমাদের আলোচ্য বিষয় গুলি হচ্ছে
অনলাইনে জমির রেকর্ড যাচাই - বি আর এস খতিয়ান যাচাই , তাই আজকের
পোস্টটি না টেনে মনোযোগ সহকারে পড়ুন , চলুন তাহলে দেরি না করে জেনে নেই
অনলাইনে জমির রেকর্ড যাচাই বি আর এস খতিয়ান যাচাই ইত্যাদি
বিষয়ে।
ভূমিকা
প্রিয় পাঠক আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনলাইনে জমির রেকর্ড যাচাই
- বি আর এস খতিয়ান যাচাই , অনলাইনে জমির খতিয়ান যাচাই , ইত্যাদি
বিষয়গুলো সম্বন্ধে জানতে চাচ্ছি , আমাদের আজকের আলোচ্য বিষয়
অনলাইনে জমির রেকর্ড যাচাই - বি আর এস খতিয়ান যাচাই সহ আরো কয়েকটি
বিষয় নিয়ে , আপনি যদি এইগুলো সম্বন্ধে জানতে চান , তাহলে আজকের আর্টিকেলটি না
টেনে মনোযোগ সহকারে পড়ুন ,
আপনি যদি অনলাইনে জমির রেকর্ড যাচাই - বি আর এস খতিয়ান যাচাই , এবং
অনলাইনে জমির খতিয়ান যাচাই করতে চান তাহলে আমাদের নিচে দেখানো পদ্ধতি গুলো
পর্যায়ক্রমে অনুসরণ করুন তাহলে আপনি এগুলো খুব সহজেই অনলাইনে যাচাই করতে পারবেন
।
অনলাইনে জমির খতিয়ান যাচাই
বর্তমান অনলাইন যুগে কিনা সম্ভব , যেই কাজ আপনাকে নির্দিষ্ট স্থানে গিয়ে , সময়
নষ্ট করে করতে হতো , বর্তমান ডিজিটাল যুগে আপনি সেটি হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন
, চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের বিষয় অনলাইনে জমির খতিয়ান যাচাই কিভাবে করব
এই বিষয়ে .
- প্রথমেই আপনাকে যেটি করতে হবে https://www.eporcha.gov.bd/khatina-search-panel এই লিংকটিতে প্রবেশ করতে হবে ।
- এরপর "খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান" এখানে আসার পর প্রথমে আপনার
- বিভাগ ,
- জেলা ,
- উপজেলা
- এবং মৌজা
-
এগুলো ঠিকমতো সিলেক্ট করুন , তবে তার আগে আপনি আপনার জমির জরিপ
অনুযায়ী সিএস , আরএস , বিএস , এসএ , বি আর এস , এগুলোর ভিতরে যেটি আপনার
হবে সেটি সিলেক্ট করে নিন ,
-
এরপর জমির খতিয়ান যাচাই করার জন্য চারটি অপশন আসবে
- খতিয়ান নং অনুযায়ী
- দাগ নং অনুযায়ী
- মালিকানা নাম অনুযায়ী
- পিতা / স্বামীর নাম অনুযায়ী
-
উপরের চারটি অপশনের মধ্যে আপনার কাছে যেই অপশনটি রয়েছে , সেই
অপশন টি সিলেক্ট করুন , অপশনটি সিলেক্ট হয়ে গেলে , ঠিক তার নিচেই একটি
বক্স দেখতে পাবেন , তার নিচের বক্সটিতে আপনার জমির খতিয়ান নম্বর , দাগ
নম্বর , মালিকের নাম বক্সটিতে লিখুন , মালিকের পিতা বা স্বামীর নাম বক্সটিতে
লিখুন ।
-
এরপর পূরণ করা হয়ে গেলে নিচে দুইটি সংখ্যা যোগ করতে বলবে , সংখ্যা দুইটি যোগ
করে নিচের বক্সটিতে লিখে ফেলুন।
- এরপর আপনি নিচের দিকে দেখবেন " খুঁজুন অপশনে" চাপ দিন ,
- চাপ দেওয়ার পরে আপনি যে খতিয়ান টি অনুসন্ধান করতে চাচ্ছেন সেটি আপনার স্ক্রিনে চলে আসবে ।
অনলাইনে জমির রেকর্ড যাচাই
আমরা অনেকেই আছি যারা অনলাইনে ভূমির রেকর্ড চেক করতে চাচ্ছি , আমরা নিচে
বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি , কিভাবে আপনি খুব সহজেই অনলাইনে ভূমি রেকর্ড
যাচাই করবেন ।
আরও পড়ুন ঃ অনলাইনে জন্ম নিবন্ধন করার নিয়ম জন্ম নিবন্ধন ফি কত টাকা
ভূমির রেকর্ড যাচাই করার জন্য প্রথমে আপনি যেটি করবেন জমির অবস্থান
,জমির খতিয়ান , খতিয়ানের ধরন এবং দাগ নম্বর এগুলো সংগ্রহ করুন , এরপর আপনি
ছবি সহ নিচে বর্ণনা করা ধাপগুলো পর্যায়েক্রমে অনুসরণ করুন ।
- প্রথমেই আপনি যেটি করবেন https://www.eporcha.gov.bd এই লিংকে প্রবেশ করুন ,
-
এরপর আপনি ওপরের মেনু থেকে "সার্ভে খতিয়ান" এইটিতে ক্লিক করুন ,
- এরপর আপনি সার্ভে খতিয়ান অনুসন্ধান এ প্রবেশ করার পর , পর্যায়ক্রমে আপনি আপনার জমির অবস্থান অনুযায়ী
- বিভাগ সিলেক্ট করুন
- জেলা সিলেক্ট করুন
- উপজেলা সিলেক্ট করুন
-
জমির খতিয়ানের ধরন বি আর এস অথবা , বিএস সিএস আরএস এস এ
কোনটা সিলেক্ট করুন
- এরপর জমির মৌজা লিখে সার্চ করুন
-
এবং খতিয়ান নম্বর দিয়ে খতিয়ানের তালিকা সার্চ করুন
-
আপনার স্ক্রিনে দেখানো সর্বশেষ খতিয়ানের তালিকা থেকে আপনার নাম অনুযায়ী
জমির রেকর্ড দেখতে , নিচে খুঁজুন বাটনে ক্লিক করুন
-
এরপর আপনার জমির খতিয়ান নম্বর অনুযায়ী সকল দাগ নম্বর মালিকানার তথ্য ইত্যাদি
গুলো আপনি স্ক্রিনের সামনে দেখতে পাবেন ,
-
এরপর জমির খতিয়ান সংগ্রহ করতে ঠিক নিচেই "আবেদন করুন" এটিতে ক্লিক করে বিভিন্ন
তথ্য যেমন জাতীয় পরিচয় পত্রের তথ্য পূরণ , মোবাইল ভেরিফিকেশন এবং চার্জ
পরিশোধ করে আপনি খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করে রাখুন
বি আর এস খতিয়ান যাচাই
খুব সহজেই জমির খতিয়ানের সকল তথ্য এবং খতিয়ানের অনলাইন কপি সংগ্রহ করা যাবে ,
বিআরএস খতিয়ান যাচাই করার মাধ্যমে , আপনি আপনার জমির খতিয়ান , দাগ নম্বর
এবং খতিয়ানের বিস্তারিত তথ্য জানার জন্য নিচে দেখানো ধাপ গুলো অনুসরণ
করুন
আরও পড়ুনঃ ই-পাসপোর্ট করার নিয়ম - ই-পাসপোর্ট করতে কি কি লাগে
- প্রথমেই আপনি https://www.eporcha.gov.bd এই ওয়েবসাইটটি তে প্রবেশ করুন
-
এরপর সার্ভে খতিয়ান অনুসন্ধান এ প্রবেশ করে
- বিভাগ
- জেলা
- উপজেলা
-
বিআরএস খতিয়ান এগুলো ঠিকমতো সিলেক্ট করুন
-
এরপর আপনার জমি যে মৌজায় রয়েছে , সেই মৌজার নামটি সিলেক্ট করুন
-
এরপর আপনি নিচে দেখানো তিনটি পদ্ধতি অনুসরণ করে আপনার জমির খতিয়ান অনুসন্ধান
করতে পারবেন
- নাম দিয়ে জমির খতিয়ান যাচাই
- ডাক নম্বর দিয়ে জমির খতিয়ান যাচাই
-
এবং খতিয়ান নম্বর দিয়ে জমির খতিয়ান যাচাই এই তিনটি পদ্ধতিতে আপনি জমির
খতিয়ান যাচাই করতে পারবেন
- এরপর আপনি খতিয়ান নম্বর দিয়ে খতিয়ান যাচাই করার জন্য মৌজা সিলেক্ট করার পর পরবর্তী বক্সের উপরের দিকে সার্চ বক্সে এ আপনার খতিয়ার নম্বরটি লিখুন , এরপর "খুঁজুন" বাটনে ক্লিক করুন
-
আপনি খতিয়ান অনুসন্ধান করার পর , স্ক্রিনে দেখানো খতিয়ানের তথ্যের উপর ডাবল
ক্লিক করলেই খতিয়ানের তথ্য আপনি দেখতে পাবেন
-
এরপর আপনি "বিস্তারিত" বাটনে চাপ দিয়ে উক্ত খতিয়ানের সকল তথ্য আপনার স্কিনের
সামনে দেখতে পাবেন এবং আপনি খতিয়ান আবেদন বাটনে চাপ দিলে খতিয়ানের অনলাইন কপি
সংগ্রহ করতে পারবেন
- খতিয়ান আবেদন করার পর আপনি ডাকযোগে কিংবা অফিস কাউন্টার থেকে খতিয়ানের কপি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন
অনলাইনে জমির রেকর্ড যাচাই - বি আর এস খতিয়ান যাচাই শেষ কথা
সম্মানিত পাঠকগণ আজকের আর্টিকেলটি পড়ে আজ আমরা জানতে পারলাম কিভাবে খুব সহজ
পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে স্মার্টফোন বা কম্পিউটার এর মাধ্যমে যেকোনো জমির
অনলাইনে জমির রেকর্ড যাচাই - বি আর এস খতিয়ান যাচাই , অনলাইনে জমির
খতিয়ান যাচাই বিষয়গুলো ,
আশা করছি আমাদের দেখানো নিয়মগুলো আপনি ঠিকমত ফলো করলে খুব সহজেই আপনি
অনলাইনে জমির রেকর্ড যাচাই - বি আর এস খতিয়ান যাচাই , অনলাইনে জমির
খতিয়ান যাচাই সহজেই করতে পারবেন , অনলাইনে এই বিষয়গুলো ঠিকমতো করতে আজকের
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন , এবং এরকম আরো তথ্যবহুল পোস্ট পেতে নিয়মিত
আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ ।