মোবাইলে ইন্টারনেট খরচ কমাবেন যেভাবে বিস্তারিত জানুন
মোবাইলে ফোনের ডাটা খরচ কমানোর উপায় গুলো আজ প্রিয় পাঠক আপনাদের সামনে তুলে
ধরব। মোবাইলে ফোনের ডাটা খরচ কমানোর উপায় সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে
সঠিক জায়গায় এসেছেন , আজকের পোস্টটি আপনার জন্য। তাই আজকের পোস্টটি টেনে টেনে
না পড়ে বিস্তারিত মনোযোগ সহকারে পড়ুন। কেননা আজ আমরা মোবাইলে ফোনের ডাটা খরচ
কমানোর উপায় গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বৃদ্ধি হওয়ার সাথে সাথে , মোবাইল
ফোনের ডাটার দাম ও অনেক বৃদ্ধি পেয়েছে , আর যদি ফোনে অতিরিক্ত ডাটা শেষ হয়
তাহলে আমাদেরকে অতিরিক্ত খরচের কবলে পড়তে হয় প্রতিনিয়ত , তাই আজ আমাদের আয়োজন
মোবাইলে ফোনের ডাটা খরচ কমানোর উপায় গুলো সম্পর্কে
ভূমিকা
বর্তমান সময়ে ইন্টারনেটের যুগে , মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে ।
মোবাইলে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত কাটাতে পারেন না এমন অনেক জন রয়েছেন।
বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকি। তবে প্রায়ই
দেখা যায় মোবাইলের ডাটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। প্রায় সকলেই আমরা এই
সমস্যায় পড়ে থাকি।
তাই আপনাদের জন্য আমাদের আজকের এই আয়োজন। আজ আমরা মোবাইলে ফোনের ডাটা খরচ কমানোর
উপায় বিস্তারিত জানবো ,চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক মোবাইলে ফোনের
ডাটা খরচ কমানোর উপায় সম্পর্কে।
মোবাইলে ফোনের ডাটা খরচ কমানোর উপায়
ফোনের অ্যাপ গুলির অটোমেটিক আপডেট বন্ধ করতে হবে।
*প্রথমেই আপনি ফোনের সেটিংস এ প্রবেশ করুন ,
*এরপর অ্যাপ অপশনটিতে প্রবেশ করুন,
*এরপর আপনি যেই অ্যাপ বা ফিচার গুলো আপডেট করতে চান না সেগুলো সিলেক্ট করুন ,
* এরপর মোবাইল ডাটা তে প্রবেশ করে এলাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস অপশনটি বন্ধ করে
দিন।
এটি করার ফলে আপনার ফোনের ফিচার এবং অ্যাপগুলির অটো আপডেট বন্ধ হয়ে যাবে , এবং
আপনার ফোনের ইন্টারনেট ডাটা খরচ কমবে।
ইন্টারনেট ডাটা ব্যবহারের সময় ও পরিমান নির্ধারণ করুন
* প্রথমেই আপনি সেটিংসে প্রবেশ করুন ,
* এরপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এ প্রবেশ করুন
* এরপর ইন্টারনেট অপশনে প্রবেশ করে , সিম অপারেটরের নাম সিলেক্ট করুন ,
* এরপর ডাটা ওয়ার্নিং এন্ড লিমিট এ ক্লিক করুন এবং মোবাইল ডাটা ইউসেজ সাইকেল
সিলেট করুন ,
* এরপর সেট ডাটা ওয়ার্নিং চালু করে ইন্টারনেট ডাটা ব্যবহারের সময় এবং পরিমাণ
নির্ধারণ করুন।
এইচডি ভিডিও স্ট্রিমিং হতে বিরত থাকুন
মোবাইলে এইচডি ভিডিও স্ট্রিমিং করা হলে , ইন্টারনেট ডাটা দ্রুত শেষ হয়ে যায় ,
মোবাইল ফোনে ৩০ মিনিট এইচডি ভিডিও স্ট্রিমিং করা হলে ১ জিবি ডাটা খরচ হয় । সে
ক্ষেত্রে আপনি ভিডিও স্ট্রিমিং করার সময় এইচডি কোয়ালিটির ভিডিও স্ট্রিমিং করুন
।
আরও পড়ুনঃ আইফোনে ওয়ালপেপার ডিলিট করবেন কিভাবে
এতে ভিডিওর কোয়ালিটি কিছুটা দুর্বল হবে , কিন্তু আপনার মোবাইলের ডাটা খরচ কমানোর
জন্য এই কাজটি করতে পারেন।
ফোনের ইন্টারনেট সেটিংস 3G রাখুন
বর্তমান সময়ের ব্যবহৃত ফোনগুলো বেশিরভাগ ক্ষেত্রে 4G এবং 5G সাপোর্টেড , এগুলো
আপনার ফোনের ইন্টারনেট স্পিড বৃদ্ধি করে , কিন্তু বেশি স্পিড মানেই মোবাইলের ডাটা
দ্রুত খরচ হওয়া , সেজন্য আপনি মোবাইলের ডাটা খরচ কমানোর জন্য মোবাইলের
নেটওয়ার্ক 3G করে রাখুন।
* প্রথমেই আপনি সেটিংসে প্রবেশ করুন ,
* এরপর নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট অপশনে প্রবেশ করুন ,
* এরপর মোবাইল নেটওয়ার্কের প্রবেশ করে এডভান্স অপশনে ক্লিক করুন ,
* এরপর প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এ প্রবেশ করে 3G নেটওয়ার্ক সিলেক্ট করুন।
ডাটা সেভার মোড ব্যবহার করুন
আপনার মোবাইলের ইন্টারনেট ডাটার খরচ কমাতে , ডাটা সেভার মোড ব্যবহার করুন , আপনার
ফোনের যেই অ্যাপগুলো বেশি ডাটা খরচ করে , সেই অ্যাপগুলোর ডাটা সেভার মুড চালু
করুন।
* প্রথমেই আপনি ফোনের সেটিংসে প্রবেশ করুন ,
* এরপর নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট অপশনে গিয়ে , ইন্টারনেটে ক্লিক করুন
* এরপর আপনি নন ক্যারিয়ার ডাটা ইউসেজ , ক্লিক করার পর অতিরিক্ত ডাটা খরচ করা
অ্যাপ গুলোর তালিকা দেখতে পাবেন ,
* এরপর আপনি ব্যাকগ্রাউন্ড ডাটা অপশনে ক্লিক করুন এবং আনরেস্ট্রিক্টটেড ডাটা
ইউসেজ এ ক্লিক করুন।
লেখক এর মতামত
পরিশেষে বলতে গেলে আজ আমরা উপরের আর্টিকেলটি থেকে মোবাইলে ফোনের ডাটা খরচ কমানোর
উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আশা করি আজকের ব্লগ পোস্টটি আপনাদের অনেক
কাজে আসবে ,
আজকের আর্টিকেলটি আপনি ঠিকঠাক মতো অনুসরণ করলে , মোবাইলে ফোনের ডাটা খরচ কমানোর
উপায় গুলো জানবেন এবং খুব সহজেই ইন্টারনেট ডাটা খরচ কমিয়ে নিয়ে আসতে পারবেন ।
আমাদের ওয়েব সাইটটিতে আপনারা প্রতিনিয়ত সকল ধরনের আপডেট নিউজ , সমসাময়িক নিউজ
সহ বিভিন্ন ধরনের তথ্য এবং ইনফরমেশন সবার আগে পেতে নিচে আপনার ইমেইলটি জমা দিন
এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ।